Header Ads Widget


Ticker

4/News/ticker-posts

Blog

একটা জিনিস যার নির্দিষ্ট কোন মানে নাই। যত্ন, রাগ, অভিমান, ভালবাসা, স্নায়ুর টান, দূরের চাঁদ-পৃথিবীর মতো মনে হয়। যেখানে স্বার্থের স্বার্থকতা একার হয় না, যারা অচেনা অবস্তু থেকেও পরিবার হতে দেরি হয় না। যার ভিত্তি টা বোঝাবুঝি দিয়ে নির্মিত। যেখানে ঠাট্টার চড়, শাস্তির সমান হয়ে ফেরত আসে। ঠিক সামান্য যত্ন ফেরত আসে মরুভূমির বৃষ্টি হয়ে। যেটা নিজের আয়নার মতো, একা হাসা যায় না বা একা মন খারাপ হয় না। প্রতিবিম্ব আপনার ছায়ার মতো। বন্ধু আর বন্ধুত্ব, একটা মানুষ আর একটা সম্পর্ক। পরিবার হয়ে ওঠে কয়েক মুহুর্তে, তুমি থেকে তুই আর নাম থেকে ভাই। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সব আবার সেই সমীকরণে পরে না, সমীকরণে নির্ণেয় মান সর্বদাই শূণ্যতে শেষ হয়। দেখা হয়েছে অগণিত ক্রমধারার ভাল বন্ধুত্ব। এক সাথে স্কুলে দেখা থেকে জীবনের শেষ পর্যন্ত, তাঁরা মূল্য দিয়েছিল সময়ের। যে সম্পর্কের অভিমান আছে, অবনতি নাই। তাঁরা ভাল থাকুক নিউক্লিয়াস হয়ে।

Post a Comment

0 Comments